(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

আইএমএফ শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা চাইছে: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে আইএমএফ (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের ধারাবাহিকতা চাইছে। ষড়যন্ত্রকারীদের মুখে ছাই দিয়ে বিশ্বব্যাংকও বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার করেছে।বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।ওবায়দুল কাদের বলেন, আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টেলিনা জর্জিয়েভা বলেছেন- করোনার পরেও বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল অবস্থায় রয়েছে। সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে বাংলাদেশের শেখ হাসিনার মতো নেতৃত্ব প্রয়োজন।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের অগ্রগতি বিএনপির গাত্রদাহের কারণ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ অনন্য উচ্চতায় আসীন হয়েছে। অথচ বিএনপি এগুলো দেখে না। কারণ, তাদের দৃষ্টি এতদূর পর্যন্ত পৌঁছায় না।ওবায়দুল কাদের বলেন, বিগত সময়ে সংবিধান অনুযায়ী নির্বাচন হয়েছে। জনগণের রায়ের ভিত্তিতেই শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠিত হয়েছে। আগামীতেও সংবিধান অনুযায়ী অনুযায়ী নির্বাচন হবে। কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত করতে চাইলে জনগণ মেনে নেবে না।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর দেশের মানুষের ওপর অত্যাচার-নির্যাতন ও দীর্ঘ স্বৈরশাসনের স্টিম রোলার নেমে আসে। মুখ থুবড়ে পড়ে দেশের আর্থ-সামাজিক সব খাত। গণতান্ত্রিক সব অধিকার জিয়াউর রহমানের বুটের তলায় পিষ্ট হয়। সেখান থেকে শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বেই এদেশের মানুষের ভাগ্যোন্নয়ন ঘটতে শুরু করে।বৈশ্বিক সংকটের মধ্যেও বাংলাদেশের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখায় শেখ হাসিনার নেতৃত্ব বিশ্বসভায় প্রশংসিত হচ্ছে বলেও জানান ওবায়দুল কাদের।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email