
ডেস্ক রিপোর্ট: সুদানে লড়াইরত সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) সাতদিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।মঙ্গলবার (২ মে) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে প্রতিবেশী দক্ষিণ সুদানের পররাষ্ট্র মন্ত্রণালয়।বিবৃতিতে বলা হয়েছে, শান্তি আলোচনার জন্য প্রতিনিধি পাঠাবে সুদানে লড়াইরত দুই পক্ষ। এই আলোচনা তাদের পছন্দ অনুসারে কোনো জায়গায় অনুষ্ঠিত হবে।সুদানিজ সেনাবাহিনী বা আরএসএফ কেউই এ প্রতিবেদনের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।
সূত্র: সিএনএন