(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

গাজীপুরে কারখানায় গ্যাস লাইনে বিস্ফোরণ, দগ্ধ ২১ শ্রমিক

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের কাশিমপুরে দক্ষিণ জরুন এলাকার মন্ডল গ্রুপের কটন ক্লাব কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২১ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ১১ জন এবং ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ১০ জনকে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন এ তথ্য নিশ্চিত করেছেন।দগ্ধদের মধ্যে ১৫ জনের নাম জানা গেছে। তারা হলেন কারখানার পরিচ্ছন্নকর্মী মো. ফজলুর (৬০), সুপারভাইজার সবুর (৩৫), লাইন ম্যানেজার সাহাবুল ইসলাম (৪৪), নিরাপত্তা প্রহরী চাঁন মিয়া (৪৫), সোহেল রানা (২৪), কাটিং মাস্টার আসলাম আলী (২৭)। এ ছাড়া সোহেল (৫০), আলমগীর (৩০), তৌসিফ (৩২), আরিফ (২২), আবুল হোসেন (৩৫), রাকিব (৪০), রাশেদ (৩০), রফিকুল (৩২), বাবুল (৩৫)।

আব্দুল্লাহ আল আরেফিন বলেন, ওই কারখানার একটি কক্ষে গ্যাস লাইনের রাইজার ছিল। পাশেই নিরাপত্তাকর্মীদের কক্ষ। গ্যাস লাইনে বিস্ফোরণ থেকে কারখানার কয়েকজন শ্রমিক দগ্ধ হয়েছে। ফায়ার সার্ভিস যাওয়ার আগেই দগ্ধদের হাসপাতালে পাঠিয়েছে কারখানা কর্তৃপক্ষ, তাই ঘটনাস্থলে গিয়ে কাউকে পাওয়া যায়নি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email