(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

পাঞ্জাবে গ্যাস লিক হয়ে ৯ জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:  ভারতের পাঞ্জাব প্রদেশের লুধিয়ানার একটি কারখানায় গ্যাস লিক করে ৯ জন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১ জন। রোববার সকাল সাতটা ১৫ মিনিটে লুধিয়ানায় গিয়াসপুরে এই ঘটনা ঘটে।

লুধিয়ানার সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি তিওয়ানা বার্তাসংস্থা এএনআইকে বলেছে, অবশ্যই এটি একটি গ্যাস লিকের ঘটনা। জাতীয় দুর্যোগ রেসপন্স বাহিনী সাধারণ মানুষকে উদ্ধারে (এনডিআরএফ) বর্তমানে ঘটনাস্থলে আছে এবং সেখানে উদ্ধার অভিযান চালাবে। এ ঘটনায় ৯ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১১ জন।সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট স্বতি আরও জানিয়েছেন, এটি কী ধরনের গ্যাস এবং কীভাবে গ্যাস লিক হলো সেটির কারণ এখনো জানা যায়নি। এনডিআরএফ দল বিষয়টি তদন্ত করবে।

ম্যাজিস্ট্রেট স্বতি জানিয়েছেন, যেখানে গ্যাস লিক হয়েছে সেটি একটি জনবহুল এলাকা। ফলে এখন তাদের প্রধান লক্ষ্য হলো দ্রুত সাধারণ মানুষকে সেখান থেকে সরিয়ে ফেলা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগওয়ান্ত মান বলেন, উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় সবকিছু দেয়া হয়েছে এবং পরবর্তীতে ঘটনা সম্পর্কে আরও বিস্তারিত জানানো হবে।

সূত্র: এনডিটিভি

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email