ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামে ৪.৬ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্যানুযায়ী, রবিবার দুপুর ১২টা ৫৬ মিনিটে এই মৃদু ভূমিকম্প অনুভূত হয়। এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪.৬।পতেঙ্গা আবহাওয়া অফিস ভূমিকম্পের বিষয়টি নিশ্চিত করেছে।পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক থেকে ৭০ কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের ৯৮.৮ কিলোমিটার গভীরে।বাংলাদেশের ঢাকা, চট্টগ্রামসহ দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় এ ভূকম্পন অনুভূত হয়েছে।