ডেস্ক রিপোর্ট: তীব্র গরমে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দাড়িয়াপুর এলাকায় আবারও বেঁকে গেছে রেললাইন। এর ফলে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে।আজ শনিবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে বিষয়টি রেল কর্তৃপক্ষের নজরে পড়ে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে একই জায়গায় রেললাইন বেঁকে একটি মালবাহী কন্টেইনার ট্রেনের সাতটি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় প্রায় ৩১ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার রাত ৮টার দিকে আপ লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, রেললাইন মেরামত এবং স্লিপার বসানো শেষে শুক্রবার ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছিল। শনিবার একই স্থানে তীব্র গরমের কারণে রেললাইন ফের বেঁকে গেছে। আপাতত আপ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।