(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ভোলায় নতুন গ্যাস কূপের সন্ধান

ডেস্ক রিপোর্ট:  ভোলায় ইলিশা-১ নামে আরও একটি কূপে গ্যাসের সন্ধান মিলেছে। কূপটি থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে বলে আশা করা হচ্ছে।

শুক্রবার (২৮শে এপ্রিল) সকালে ভোলা সদরের পশ্চিম ইলিশা ইউনিয়নের দক্ষিণ চরপাতা গ্রামে ইলিশা -১ নামে এই অনুসন্ধান কূপে পরীক্ষামূলক গ্যাস উত্তোলন শুরু হয়।বাপেক্সের মহাব্যবস্থাপক মো. আলমগীর হোসেন জানান, কূপটি থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। তবে পরীক্ষা নিরীক্ষা করে পুরোপুরি গ্যাস উত্তোলনে গেলে এখানেও বিপুল পরিমাণ গ্যাসের মিলবে বলে ধারণা করছেন বাপেক্স কর্মকর্তারা।

দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার। এ লক্ষ্যে ২০২২-২৪ সময়কালের মধ্যে পেট্রোবাংলা মোট ৪৬ টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বাপেক্সের তত্ত্বাবধানে গ্যাজপ্রমের মাধ্যমে টবগী-১, ভোলা নর্থ-২ এবং ইলিশা-১ তিনটি কূপ খনন কার্যক্রম দ্রুততার সাথে সম্পন্ন করার পদক্ষেপ নেয়া হয়।গত ৯ই মার্চ ইলিশা-১ কূপে খনন কাজ শুরু করে বাপেক্সের একটি প্রতিনিধি দল। এটি জেলার নয় নম্বর কূপ। তাদের ধারণা, এ কূপে ২০০ বিসিএফ ঘনফুট গ্যাসের মজুদ রয়েছে।এর আগে ২০১৮ সালের দিকে ভূ-তাত্ত্বিক জরিপে সেখানে গ্যাসের সম্ভাবনা পায় বাপেক্স।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email