(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

জোড়া ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল

ডেস্ক রিপোর্ট: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠলো নেপাল। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) রাতে ৪ দশমিক ৪ এবং ৫ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে দেশটিতে। খবর: টাইমস নাউয়ের।

নেপালের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানায়, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিলো বাজুরার দহকোট। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিলো ১০ কিলোমিটার।এক টুইটবার্তায় এনসিএস জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১টা ৪৩ মিনিটে প্রথ দফায় এবং রাত ১টা ১৫ মিনিটে দ্বিতীয় দফায় ভূমিকম্প আঘাত হানে।তবে, নেপালের সুরখেত জেলার সিসমোলজিক্যাল সেন্টারের কর্মকর্তা রাজেশ শর্মা ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে জানিয়েছেন, প্রথম ভূমিকম্পের মাত্রা ছিলো ৪ দশমিক ৯। আর দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিলো ৫ দশমিক ৯।প্রাথমিকভাবে এই ভূমিকম্পে এখনও কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতির কথা জানা যায়নি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email