চীনের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং বৃহস্পতিবার বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার ইউক্রেনীয় সমকক্ষ ভ্লাদিমির জেলেনস্কির মধ্যে কথোপকথন ইউক্রেন সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তির দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।উত্তর-পশ্চিম চীনের জিয়ান শহরে চতুর্থ চীন-মধ্য এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট শি জিনপিং প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে টেলিফোনে আলাপচারিতার পরের উদ্যোগে, পক্ষগুলোর সাথে সরাসরি যোগাযোগ করেছিল। ইউক্রেনীয় সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তির জন্য এটি চীনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।’ চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ও মন্ত্রীকে উদ্ধৃত করে বলেছে যে, দুই নেতার মধ্যে কথোপকথন ‘আবারও শান্তি ও আলোচনার প্রচারে চীনের ধারাবাহিক অবস্থান প্রদর্শন করেছে’।কিন গ্যাং ২৬ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত চীন ও মধ্য এশিয়ার পাঁচটি দেশ (কাজাখস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও উজবেকিস্তান) এর পররাষ্ট্রমন্ত্রীদের চতুর্থ বৈঠকে যোগ দেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে, শীর্ষ কূটনীতিকরা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয় এবং আঞ্চলিক সমস্যা নিয়ে মতবিনিময় করেছেন। রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করার পর শি জিনপিং বুধবার জেলেনস্কির সঙ্গে প্রথম টেলিফোনে কথোপকথন করেছেন। চীনা নেতা সংঘাতের অবসান ঘটাতে একটি আলোচনা প্রক্রিয়া সহজতর করার জন্য বেইজিংয়ের ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেন।শি জিনপিং ইউরেশীয় বিষয়ক চীন সরকারের বিশেষ প্রতিনিধিকে ‘ইউক্রেন এবং অন্যান্য দেশে’ পাঠাতে ‘ইউক্রেনীয় সঙ্কটের রাজনৈতিক নিষ্পত্তির বিষয়ে সকল আগ্রহী পক্ষের সাথে বিস্তারিত আলোচনা করার’ ইচ্ছা প্রকাশ করেছেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন রাশিয়ার সাবেক রাষ্ট্রদূত লি হুই। তার সম্ভাব্য সফরের তারিখ এখনো নির্দিষ্ট করা হয়নি।
সূত্র: তাস।