(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

‘চাটগাঁইয়া ইদ আনন্দ উৎসবে’ “বিশ্বতান” তৃতীয় স্থান ও প্রাইজ মানি অর্জন করে

প্রেস বিজ্ঞপ্তি-

চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলিখেলা’ ও যুম আনন্দমুখর মেলায় আনন্দ উৎসবে যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করেছেন বিশ্বতান সংগঠন।চাটগাঁইয়া ঈদ আনন্দ উৎসব উদযাপন পরিষদ কর্তৃক আয়োজিত ‘চাটগাঁইয়া ইদ আনন্দ উৎসব’ ও চট্টলার ঐতিহ্যবাহী লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত ‘ জব্বারের বলিখেলা’ ও জুম আনন্দমুখর মেলায় আনন্দ উৎসবে যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করে “বিশ্বতান” প্রথমবারের মতো অংশগ্রহণ করে তৃতীয় স্থান ও ৫০০০ টাকা প্রাইজ মানি অর্জন করেছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠন এর প্রধান উপদেষ্টা স্নিগ্ধা আচার্য্য, উপদেষ্টা তপন দাস, সভাপতি নরেন সাহা,সহ সভাপতি নিবেদিতা আচার্য্য,সাধারণ সম্পাদিকা অর্পিতা আচার্য্য, সাংস্কৃতিক সম্পাদিকা অংকিতা আচার্য্য,ক্ল্যাসিক্যাল হেড পৃথুলা বিশ্বাস,নাট্যকলা হেড ফ্লোরা, সদস্যদের মধ্যে ছিলেন প্রমি,তুর্না,দোলা, তনুশ্রী, মুক্তা,পরী,রেশমি, বাবলু, শুভদীপ,ওম, অয়নজয় প্রমুখ।মেন্টর এর ভূমিকা পালন করেছেন ডিরেক্টর খোকন মালাকার,প্রচার সম্পাদক সীমান্ত বড়ুয়া, সার্বিক সহযোগিতায় ডিরেক্টর সাংবাদিক মুন্নী আক্তার, প্রধান অতিথি আব্দুর নূর ও বিশেষ অতিথি হাবিবুর রহমান সহ অনেকেই উপস্হিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email