নিজস্ব প্রতিবেদকঃ কেন্দ্রের আহ্বানে সাড়া দিয়ে কৃষকের ধান কেটে দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাগীব আহসান মুন্না নেতৃত্বে একটি টিম। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি থাকায় কৃষক ফইজামত আলমের প্রায় ৫০ শতাংশ জমির ধান কেটে দেন তারা। সাবেক সাংগঠনিক সম্পাদক রাগীব আহসান মুন্নার নেতৃত্বে ১০ জন নেতাকর্মী কৃষকের ধান কাটায় অংশ নেন।
মুন্না বলেন, ‘গরীব-অসহায় কৃষকের সহযোগিতার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ যে নির্দেশনা দিয়েছে তারই অংশ হিসেবে কুয়েট শাখা ছাত্রলীগ ধান কাটা কর্মসূচি পালন করেছে। এদেশের মেহনতি কৃষকেরা অর্থনীতিতে যে ভূমিকা পালন করছে তাদের উৎসাহিত করে পাশে থাকার চেষ্টা করছে ছাত্রলীগ। সকল ইউনিট কাজ করছে দেশের প্রতিটি জেলা, উপজেলা,ইউনিয়নসহ প্রত্যন্তঅঞ্চল গুলোতে। তেমনই কেন্দ্রের নির্দেশক্রমে কুয়েট শাখা ছাত্রলীগও এই কর্মসূচি হাতে নিয়েছে।’শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে।
“চাহিদা অনুযায়ী কৃষকদের সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থাকব।”