ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে অভিযান চালিয়ে ২১ কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সংস্থাটি বলছে, এটি দেশের ইতিহাসে ক্রিস্টাল মেথের সর্বোচ্চ চালান। এ সময় চোরাচালানের মূলহোতা বুজরুক ও তার দুই সহযোগীকে আটক করা হয়েছে।
বুধবার (২৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মেহেদি হোসাইন কবির।আটক ব্যক্তিরা হলেন- উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার বুজরুক মিয়া (৫১), একই এলাকার মোহাম্মদ ইসমাইল (২৩) ও ছৈয়দুল বাশার (৪০)।
বিজিবি জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উখিয়ার পালংখালী ইউনিয়নের দক্ষিণ রহমতের বিল সীমান্ত এলাকা দিয়ে মাদকের বড় একটি চালান পাচারের খবর পেয়ে অভিযানে নামে বিজিবি। ভোর রাত সাড়ে ৪টার দিকে মিয়ানমার থেকে সাত মাদক কারবারি বস্তায় করে মাদক নিয়ে নদী পার হচ্ছিলেন।
নদী পার হয়ে প্যারাবনের ভেতরে ঢুকেই বিজিবি সদস্যরা মাদক কারবারিদের থামার নির্দেশ দেন। বিজিবির টের পেয়ে কারবারিরা সঙ্গে থাকা দুটি বস্তা ফেলে পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে তিনজনকে আটক করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যান।
বিজিবির সেক্টর কমান্ডার বলেন, “ফেলে যাওয়া বস্তা দুইটি খুলে ২১ কেজি ৯০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস পাওয়া যায়। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ চালান।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, “আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে।”