ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের একটি লোহার সেতু ধসে পড়েছে। এসময় সেতুর ওপরে থাকা একটি লরি ও প্রাইভেটকার নিচে পড়ে যায়। এই ঘটনায় আহত হয়েছেন দুই জন।বুধবার (২৬ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।বৈদ্যুতিক কাজের জন্য ব্যবহৃত ট্রান্সফরমার নিয়ে যাচ্ছিল ৪০ চাকা বিশিষ্ট লরি। বেইলি সেতুতে উঠতেই হুড়মুড় করে ভেঙ পড়ে ব্রিজটি। ঢাকা থেকে ময়মনসিংহগামী লেনের লোহার ব্রিজে একটি ২৪ চাকার লরি ট্রান্সফরমার নিয়ে উঠলে সেতুটি ধসে পড়ে। এসময় সেতুতে একটি প্রাইভেটকার ছিল সেটিও নিচে পড়ে যায়। সেতুটি ধসে পড়ার পর একটি লেনে ঢাকা-ময়মনসিংহগামী সকল যানবাহন চলাচল করছে।