(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

রাজধানীতে গ্যাসের গন্ধ, আতঙ্কিত না হতে পরামর্শ

ডেস্ক রিপোর্ট:  রাজধানীর বিভিন্ন এলাকার গ্যাসের গন্ধ পাওয়া যাচ্ছে বলে সামাজিক মাধ্যমে জানাচ্ছে বাসিন্দারা। এতে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন। আতঙ্ক না ছড়িয়ে চুলা জ্বালানো বন্ধ রাখতে স্থানীয় মসজিদগুলো থেকে মাইকিং করা হয়েছে বলেও শোনা যাচ্ছে।তিতাসের পক্ষ থেকেও গ্যাসের গন্ধের সত্যতা নিশ্চিত করা হয়েছে।এদিকে আতঙ্কে জাতীয় জরুরি সেবার ৯৯৯–এ ফোন দিয়ে বিষয়টি জানিয়েছেন অনেকে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে।জানা গেছে, রাজধানীর মগবাজার, ইস্কাটন, খিলগাঁও, রামপুরা, বাড্ডা, মহাখালীসহ বিভিন্ন এলাকা থেকেফোন আসে জরুরি নম্বরে।এই খবরের সত্যতা সোনালীনিউজকে নিশ্চিত করেছেন তিতাসের জরুরি গ্যাস নিয়ন্ত্রণ শাখা দক্ষিণের ম্যানেজার শবিউল আউয়াল।তবে সোমবার (২৫ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিট পর্যন্ত তিতাসের ওয়েবসাইটে এই ধরণের সংবাদের বিষয়ে কোনো নোটিশ দেয়া হয়নি।শবিউল আউয়াল বলেছেন, বিষয়টি আমরা অবগত আছি। আমরা আরও কয়েকটি গণমাধ্যমকে খবরের সত্যতা নিশ্চিত করেছি।বলেছি, ঈদের ছুটিতে গ্যাসের চাহিদা কম থাকায়, শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায় লাইনে ওভার ফ্লো বা চাপ বেড়ে গেছে। যার গন্ধটাই বাইরে ছড়িয়েছে।ইতোমধ্যে আমাদের টেকনিক্যাল টিম বিষয়টি সমাধানে কাজ শুরু করেছে। মানুষজনদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email