
ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলে সন্ত্রাসবিরোধী কার্যালয়ে গতকাল সোমবার জোড়া বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।প্রাদেশিকে পুলিশ প্রধান আক্তার হায়াত বলেছেন, সোয়াত ভ্যালিতে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা এখন পর্যন্ত স্পষ্ট না। তিনি আরো বলেছেন, পুলিশের ওই কার্যালয়ে পুরাতন এক গোলাবারুদের গুদাম ছিল। সেখান থেকে বিস্ফোরণ হয়েছে না সন্ত্রাসী হামলা হয়েছে তা নিয়ে তদন্ত চলছে।এখন পর্যন্ত এ হামলার দায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি। নিহতদের বেশিরভাগই কাউন্টারটেরোরিজম অফিসের কর্মকর্তা।