(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

পথশিশুদের মাঝে লাভ দ্য পওর চিলড্রেন” প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ঈদের আনন্দ উৎসব উৎযাপন।

 

পথশিশুদের মাঝে লাভ দ্য পওর চিলড্রেন” প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ঈদের আনন্দ উৎসব উৎযাপন।পথশিশুদের নিয়ে ঈদের আনন্দ উৎসব উৎযাপন করেছেন জাতীয় শিশু সংগঠন “লাভ দ্য পওর চিলড্রেন”এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরী রেল ও বাস ষ্টেশন, পার্ক, বস্তি এলাকায় পথশিশু, ছিন্নমূল ও অধিকার বঞ্চিত শিশু নিয়ে পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ উৎযাপন করেছেন।তাদের মধ্যে মিষ্টান্ন খাবার ও ঈদ বখশিশ বিতরণ করেন।ঈদের আনন্দ উৎসব সবার মাঝে ছড়িয়ে পড়ুক এই লক্ষ্য ” লাভ দ্য পওর চিলড্রেন” এই রকম অনুষ্ঠানের আয়োজন করেন।লাভ দ্য পওর চিলড্রেন”এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক মুনীর চৌধুরী বলেন ,বিশেষজ্ঞদের ধারণা মতে, পথশিশুদের সংখ্যা প্রায় ১কোটির কাছাকাছি।দারিদ্র, সংসার ভেঙ্গে যাওয়া, বাড়ী পালানো, যৌন নিপীড়নসহ বিভিন্ন কারণে শিশুরা পথশিশু হয়ে ওঠে।এরা রেল ও বাস ষ্টেশন, পার্ক, খোলা আকাশের নীচে ইত্যাদি ঝুঁকিপূর্ণ জায়গায় জীবন যাপন করে। এদেরকে আমরা টোকাই, ছিন্নমূল বলে ডাকি।এ সব দুঃখজনক চিত্র বছরের পর বছর ধরে চলে আসছে আমাদের দেশে।

 

মৌলিক অধিকার হারা এই বিপুল সংখ্যাক জনগোষ্টিকে খাদ্য-শিক্ষা-বাসস্থান সহ নিরাপদ একটা শৈশব থেকে বঞ্চিত করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়া কি সম্ভব?শিশুনীতির উপসংহারে বলা হয়েছে জাতীয় শিশুনীতির আওতায় বাংলাদেশের সকল শিশু গোত্র, বর্ণ, লিঙ্গ, ভাষা, ধর্ম বা অন্য কোন মতাদর্শ, সামাজিক প্রতিপত্তি, সম্পদ, জন্ম বা অন্য কোন মর্যাদা নির্বিশেষে সকল অধিকার ও সুবিধাসমূহ সমানভাবে ভোগ করবে।অধিকারহারা সকল শিশুরাই যাতে পরিপূর্ণ বিশ্বাস ও মর্যাদা নিয়ে বাচঁতে পারে এবং উপযুক্ত যত্ন ও নিরাপত্তা লাভ করতে পারে, শিক্ষা, স্বাস্হ্য,অন্ন,বস্র,বাসস্হান,৫টি মৌলিক অধিকার সুনিন্চিত করার লক্ষ্য জাতীয় শিশু সংগঠন “লাভ দ্য পওর চিলড্রেন” দীর্ঘ ২ যুগের বেশী সময় ধরে কাজ করে আসছে।
তাদের পরিপূর্ণ সুবিধা, মৌলিক অধিকার ফিরিয়ে দিতে পারলে তারা দেশের বোঝা হওয়ার পরিবর্তে হয়ে উঠবে আমাদের দেশের মানব সম্পদ।সরকারের পাশাপাশি আমরা যদি যার যার অবস্থান থেকে এই দায়িত্বটা ভাগ করে নিতে পারি তাহলে এ পরিস্থিতির উন্নতি হবে বলেই আমার বিশ্বাস।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email