
ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের বাকলিয়া শাহ আমানত সেতু এলাকায় সিএনজি অটো রিকশার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়েছে একই পরিবারের পাঁচ জন। সোমবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।দগ্ধরা হলেন- কর্ণফুলী উপজেলার উত্তর শিকলবাহা গোদার পাড় এলাকার বিলকিস, জোসনা বেগম, সাথী আক্তার, জান্নাত ও কাইনাত।আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।আহতের স্বজন হারুন জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে একটি সিএনজি অটো রিকশায় করে আহতদের সকলেই কর্ণফুলী এলাকার মইজ্জারটেক এলাকা থেকে চট্টগ্রাম শহরের ১ কিলোমিটার এলাকায় বেড়াতে যাচ্ছিলেন।অটো রিকশাটি শাহ আমানত সেতুর বাকলিয়া এলাকার পুলিশ বক্সের সামনে পৌঁছালে হঠাৎ করেই স্টার্ট বন্ধ হয়ে যায়। যাত্রীরা কিছু বুঝে ওঠার আগেই বিকট শব্দে গাড়ির ভেতরে থাকা সিএনজি গ্যাস সিলিন্ডারটি বিষ্ফোরণ হয়। এতে মারাত্মকভাবে দগ্ধ হন সবাই। পরে তাদের চমেক হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগে ভর্তি করা হয়।ওই বিভাগের রেজিস্ট্রার ডা. অভিজিৎ দেওয়ানজী জানিয়েছেন, আহতদের সবারই শ্বাসনালীতে আগুন স্পর্শ করেছে। ফলে কাউকেই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন তিনি।