ডেস্ক রিপোর্ট: সুদানে সপ্তাহখানেকের রক্তক্ষয়ী সংঘর্ষে এখন পর্যন্ত ৪১৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে সাড়ে তিন হাজারের বেশি মানুষ। জাতিসংঘ এ তথ্য জানিয়েছে।গত সপ্তাহে সুদানের সামরিক বাহিনী এবং আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে লড়াই শুরু হয়।
চলমান এ সংঘাতের এক পক্ষে রয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান। অপর পক্ষে আছেন আরএসএফের প্রধান সাবেক মিলিশিয়া নেতা জেনারেল মোহাম্মদ হামদান দাগালো ওরফে হেমেদতি।আরএসএফ বলেছে, তারা শুক্রবার স্থানীয় সময় সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। কিন্তু রাজধানী খার্তুম ও আশপাশের শহরগুলোতে গোলাগুলির খবর পাওয়া যাচ্ছে।সেনাপ্রধান জেনারেল আবদেল ফাত্তাহ আল-বুরহান আরএসএফের সঙ্গে আলোচনার বিষয়টি বাতিল করে দিয়েছেন। বলেছেন, কেবল আরএসএফ আত্মসমর্পণ করলেই তা গৃহীত হবে।ক্ষমতার দ্বন্দ্বে পক্ষ দুটির মধ্যে প্রায় এক সপ্তাহ ধরে উত্তেজনা চলছিল। এ উত্তেজনা গত শনিবার সংঘাতে রূপ নেয়।