(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

গাজীপুর সিটি নির্বাচনে জাপার মেয়র প্রার্থী নিয়াজউদ্দিন

ডেস্ক রিপোর্ট:  গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন।সোমবার (১৭ এপ্রিল) দলটির পক্ষ থেকে এই সিটি করপোরেশনের মেয়র প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছে।জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী জানান, সাবেক সচিব এম এম নিয়াজউদ্দিন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে জাতীয় পার্টি থেকে মনোনয়ন পেয়েছেন। আগামী ২৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলের হয়ে তিনি অংশ নেবেন।গত ৩ এপ্রিল গাজীপুর সিটি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী- প্রার্থীরা ২৭ এপ্রিল পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল করতে পারবেন। মনোনয়নপত্র বাছাই ৩০ এপ্রিল এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৮ মে। পরদিন ৯ মে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। আগামী ২৫ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email