(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

বাধা-বিপত্তি উপেক্ষা করে আল আকসায় জুমার নামাজে আড়াই লাখ মুসল্লি

ডেস্ক রিপোর্ট: ইসরায়েলি বাহিনীর বাধা-বিপত্তি উপেক্ষা করে জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদে আড়াই লাখেরও বেশি মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, চাঁদ দেখা সাপেক্ষে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী শুক্রবার (২১ এপ্রিল) ঈদুল ফিতর উদযাপিত হলে ১৪ এপ্রিল ছিল পবিত্র রমজানের শেষ শুক্রবার। সে অনুযায়ী রমজান মাসের শেষ শুক্রবার এই দিনে মুসলমানরা জুমাতুল বিদাহ পালন করেন।
এ কারণেই আল-আকসায় মুসল্লিদের জমায়েত ছিল উল্লেখযোগ্য। তবে ইসরায়েল আল-আকসা মসজিদের দিকে যাওয়ার রাস্তায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে। প্রতি বছর হাজার হাজার ফিলিস্তিনি আল-আকসা পরিদর্শন করে এবং রোজার সময় প্রার্থনা করে।
এজন্য তাদের আগে থেকেই অনুমতি নিতে হয়। সম্প্রতি ইসরায়েল ও ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আল-আকসা মসজিদে হামলা চালিয়ে ফিলিস্তিনিদের ওপর হামলা চালালে উত্তেজনা আরও বেড়ে যায়।
এছাড়া ইসরায়েলি কর্তৃপক্ষ সম্প্রতি পবিত্র আল-আকসা মসজিদে অমুসলিম ও পর্যটকদের প্রবেশ নিষিদ্ধ করেছে। পুরো রমজান মাসজুড়ে এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email