(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

কুমিল্লায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম রুটের অভিজাত ট্রেন ‘সোনার বাংলা এক্সপ্রেস’ কুমিল্লার নাঙ্গলকোটের হাসানপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে। রবিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সোনার বাংলা ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি এবং মালবাহী ট্রেনের ২টি বগিসহ সাতটি লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে পড়ে যায়। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছে।তাদের মধ্যে ৬ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। রাতে এ প্রতিবেদন লিখা পর্যন্ত নিহতের খবর পাওয়া যায়নি। এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।আহতদের বেশ কয়েকজনকে নাঙ্গলকোট স্বাস্থ্য কপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়।লাকসাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।স্থানীয় সূত্রে জানা গেছে, নাঙ্গলকোটের হাসানপুর রেলওয়ে স্টেশনে মালবাহী একটি ট্রেন দাঁড়ানো ছিল। ওই মালবাহী ট্রেনের লাইনেই চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের আপ ট্রেনটি ঢুকে পড়ে। এসময় সোনার বাংলা ট্রেনটি মালগাড়ির উপড়ে উঠে পড়ে এবং সাথে সাথেই এর ইঞ্জিনসহ ৫টি বগি রেল সড়কের দুইপশে ছিটকে পড়ে যায়।

এ দুর্ঘটনায় অর্ধশতের মতো যাত্রী আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, আহতদের স্থানীয় ক্লিনিক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email