(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

রাজধানীর হাজারীবাগে চামড়ার কারখানায় আগুন, নিভল ১ ঘণ্টা পর

ডেস্ক রিপোর্ট: রাজধানীর হাজারীবাগের ট্যানারি মোড়ে একটি কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট।শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুনের সূত্রপাত জানা যায়নি। এছাড়া এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।ফায়ার সার্ভিসের সদর দপ্তরের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, আজ সকাল ১০টা ৩৮ মিনিটে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করেন। বেলা ১১টা ৪০ মিনিটে আগুন নেভানো হয়।কারখানাটিতে আগুন লাগার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে পুরান ঢাকার নবাবপুর মার্কেটের পাশের একটি গুদামঘরে আগুন লেগেছিল। এই ১২ ঘণ্টার ব্যবধানে পুরান ঢাকায় আবার আগুনের ঘটনা ঘটল।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email