(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

চসিকের ৩ প্রকৌশলীসহ ৭ জনের নামে মামলা

ডেস্ক রিপোর্ট:  চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বেলতলিঘোনা এলাকায় সড়ক নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটায় সিটি করপোরেশনের তিন প্রকৌশলী ও কাউন্সিলরসহ সাতজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পরিবেশ অধিদপ্তর।

বুধবার (১২ এপ্রিল) নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) এ কে এম মহিউদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। পাহাড়ধসে একজনের মৃত্যুর চারদিন পর মঙ্গলবার (১১ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) হাছান আহম্মদ বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।মামলার আসামিরা হলেন- সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-৮ আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, উপ-প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র উপ-সহকারী পরিচালক (সিভিল) ওয়ালী আহমেদ, প্রকল্পের ঠিকাদার মেসার্স এবি-হক ব্রাদার্সের ওমর ফারুক ও তার মনোনীত প্রতিনিধি স্ত্রী মোসাম্মৎ তাকিয়া বেগম, কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং মোহাম্মদ ইসমাইল নামে স্থানীয় একজন।

গত শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর আকবর শাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মুজিবুল হক খোকা (৪৫) নামে একজন নিহত ও চারজন আহত হন।

আকবর শাহ কবরস্থানের পেছনে রেলওয়ে হাউজিং সোসাইটির শেষপ্রান্তে পাহাড় কেটে একটি সড়ক তৈরি করছে সিটি করপোরেশন। সড়কের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণের সময় পাহাড় ধসে পড়ে শ্রমিকদের ওপর। গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বেলতলীঘোনায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। জব্দ করা হয়েছিল পাহাড় কাটায় ব্যবহৃত এক্সাভেটর।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email