(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সংসদে বক্তব্যের সময় অসুস্থ হয়ে পড়লেন তোফায়েল আহমেদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে ভাষণ দেয়ার সময় অসুস্থ হয়ে পড়েছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।শুক্রবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের ৫০ বছরপূর্তি উপলক্ষে এ বিশেষ অধিবেশনে প্রধানমন্ত্রী আনীত সাধারণ প্রস্তাবের ওপর আলোচনায় ভাষণ দিচ্ছিলেন তিনি।বক্তব্যের অন্তত দুই মিনিটের মধ্যেই তিনি বলেন, মাননীয় স্পিকার আমার শরীরটা ভালো না। আমাকে এখনই বাসায় যেতে হবে।এ কথা বলেই তিনি নিজ আসনে বসে পড়েন। এরপরই দলের আরেক উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমুকে ১২ মিনিটের সময় দিয়ে ফ্লোর দেন স্পিকার। ওই সময় তোফায়েল আহমেদকে মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ কয়েকজন এমপি ধরাধরি করে অধিবেশনের বাইরে নিয়ে যান। সেখান থেকে তাকে হুইল চেয়ারে বসিয়ে নিয়ে যাওয়া হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email