ডেস্ক রিপোর্ট: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই পক্ষের গোলাগুলিতে আটজন নিহত হয়েছেন।শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার খামতাংপাড়ায় এই ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রোয়াংছড়ি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুইপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে।
এদিকে প্রশাসনের পক্ষ থেকে আটজন নিহতের খবর নিশ্চিত করলেও কেএনএফ দাবি করেছে, গোলাগুলিতে সাতজন নিহত হয়েছেন।নিহতরা হলেন ভান দু বম, সাং খুম, সান ফির থাং বম, বয় রেম বম, জাহিম বম, লাল লিয়ান ঙাক বম, লাল ঠা জার বম। নিহতদের মধ্যে ছয়জন উপজেলার জুরভারাং পাড়া এবং একজন পানখিয়াং পাড়ার বাসিন্দা।