(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসর বসছে এবার ২৫ এপ্রিল

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলী খেলার ১১৪তম আসর বসছে এবার ২৫ এপ্রিল।বুধবার মেলা কমিটির সাথে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরীর বৈঠকে বলী খেলা ও মেলার সময় নির্ধারণ করা হয়।

আব্দুল জব্বারের বলী খেলা ও বৈশাখী মেলা কমিটির সভাপতি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী বলেন, “ঈদ আসন্ন। মেলা যে সময় হয়, তার কাছাকাছি সময়ে ঈদ হবে। চট্টগ্রামের মানুষ ও সারাদেশ থেকে আসা বিক্রেতারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন বলী খেলা ও মেলা আয়োজনের সময় জানতে।

এবারও বলী খেলার আয়োজন হবে লালদীঘি মাঠ লাগোয়া মাহবুব উল আলম চৌধুরী সিটি করপোরেশন পাবলিক লাইব্রেরির সামনের সড়কে মঞ্চ বানিয়ে। আর মেলা বসবে লালদীঘি মাঠের চারপাশ ঘিরে।মেলা কমিটির সভাপতি জহর লাল হাজারী বলেন, “এবারও আমরা এখন পর্যন্ত কোনো স্পন্সর পাইনি। তাই মেয়র মহোদয়ের উদ্যোগেই খেলা ও মেলার আয়োজন হবে।”

বুধবার রাতে নগরীর বহদ্দারহাটে মেয়র রেজাউলের বাসভবনে বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার বাদল, সহ-সভাপতি চৌধুরী ফরিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার আনোয়ার চঞ্চল, তাপস দে, অপূর্ব বড়ুয়া।

বাংলা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসের ১২ তারিখে লালদিঘীর ময়দানে অনুষ্ঠিত হয় এই খেলা। খেলার আগের দিন থেকে শুরু করে পরদিন পর্যন্ত তিন ধরে লালদিঘীর মাঠ ও আশপাশের কয়েক কিলোমিটার জায়গাজুড়ে বসে বৈশাখী মেলা।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email