(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নারায়ণগঞ্জে বিস্ফোরণের পর আগুন, নিহত ১

ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জঃ নিতাইগঞ্জে বৈদ্যুতিক ট্রান্সফরমার বিস্ফোরণে আওলাদ হোসেন (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। শনিবার (১৮ মার্চ) ডাইল পট্টি এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন রবি দত্ত (৪০), মো. হোসেন (৫০) ও মো. হযরত আলী((৪৮)। তারা সবাই শ্রমিক।বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, নারায়ণগঞ্জ সদরে একটি বিস্ফোরণের ঘটনায় আমাদের এখানে চারজন এসেছে। এদের মধ্যে আওলাদ হোসেন নামে একজন মারা গেছেন। এছাড়া জরুরি বিভাগে আহত আরো তিনজনের চিকিৎসা চলছে।শনিবার (১৮ মার্চ) সকাল ৯টা ২ মিনিটে ভবনটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে যায়।ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা আক্তার বলেন, সকাল ৯টা ২ মিনিটে নিতাইগঞ্জে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে আরও তিনটি ইউনিট পাঠানো হয়েছে। আহতদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে তাও জানা যায়নি। ভবনটির নিচতলায় ডালের গুদাম ছিল বলে জানা গেছে।ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, বিস্ফোরণের পর পাঁচটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণে একতলার ছাদ ধসে পড়ে।ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় সাবধানে কাজ করছে দমকল বাহিনী।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email