
ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় দুর্বৃত্তদের গুলিতে আব্দুর রশিদ নামের এক রোহিঙ্গা স্বেচ্ছাসেবক নিহত হয়েছেন। বুধবার সকালে রোহিঙ্গা ক্যাম্প-৮, ওয়েস্টে এ ঘটনা ঘটে।এ তথ্য নিশ্চিত করেছেন ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ।নিহত রশিদ উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮ এর আবুল বশরের ছেলে। তিনি স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতেন।অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুনুর রশিদ জানান, সকাল আটটার দিকে ক্যাম্প-৮ এ দুর্বৃত্তরা স্বেচ্ছাসেবক রশিদকে গুলি করে পালিয়ে যায়। তাকে উদ্ধারে করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।