ডেস্ক রিপোর্ট: বান্দরবানের টঙ্কাবতী এলাকার পাহাড়ে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র এক প্রশিক্ষণ কমান্ডারসহ নয়জনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।রোববার (১২ মার্চ) মধ্যরাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতারের বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন র্যাবের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান।বিজ্ঞপ্তিতে বলা হয়, জঙ্গি সংগঠনটির পার্বত্য অঞ্চলের প্রশিক্ষণ কমান্ডার দিদার হোসেন চম্পাইসহ নয় জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ।