(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

ত্রিশালে মাইক্রোবাস উল্টে চার জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: ময়মনসিংহে ত্রিশাল মহাসড়কে যাত্রীবাহী মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পড়ে তাৎক্ষণিক আগুন ধরে গিয়েছে। ঘটনাস্থলে মাইক্রোবাসের চার যাত্রী মারা গিয়েছেন।রোববার দিবাগত রাত দুইটার দিকে ত্রিশাল উপজেলার রাঙামাটি নামস্থানে এ দুর্ঘটনা ঘটে।ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ৫ জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।ময়মনসিংহে নিহত চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, দোলেনা খাতুন ও রেজিয়া খাতুন, জরিনা খাতুন ও সাত বছরের ছেলে আশিক। তারা পরস্পরের স্বজন। নিহত চারজনের বাড়ি ধোবাউড়ার মুন্সিরহাট এলাকায়।আহতদের মধ্যে অগ্নিদগ্ধ একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম জানান, রাত দুইটার দিকে মাইক্রোবাসে অগ্নিাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে ও উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রথমে আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আগুন নিয়ন্ত্রনের পর গাড়ীর ভিতর থেকে পুড়ে যাওয়া চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারমধ্যে দুইজন নারী রয়েছে।ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন জানান, গাড়িটি জেলার ধোবাউড়া উপজেলা থেকে রওনা হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। তখন এ দুর্ঘটনা ঘটে। পরে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং নিহতের মরদেহ শনাক্তে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email