ডেস্ক রিপোর্ট: সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করেছেন রাফসান জামান নামে এক শিক্ষার্থী। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন। রাফসান জামানের রোল নম্বর ১৫১০১০৪।নগরের হালিশহর কে-ব্লকে মা-বাবা ও এক বোনের সঙ্গে থাকেন তিনি। তাঁর বোনও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেক্টে থেকে দ্বিতীয় হয়েছেন। তাঁর বাবা এ কে এম শামসুজ্জামান সিটি গ্রুপের ডেপুটি জেনারেল ম্যানেজার। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন রাফছান। দুটিতেই বিজ্ঞান বিভাগ থেকে তিনি জিপিএ–৫ পেয়েছেন।
দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন ১ লাখ ৩৫ হাজার ৮০০ জন। পাস করেছেন ৪৯ হাজার ১৯৫ জন শিক্ষার্থী। পাসের হার ৩৫ দশমিক ৩৪ শতাংশ।রোববার (১২ মার্চ) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে পরীক্ষার ফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।স্বাস্থ্যমন্ত্রী জানান, পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯৪ দশমিক ২৫ পেয়েছেন রাফসান জামান। পরীক্ষায় সর্বমোট পাসের মধ্যে মেয়ে পাস করেছেন ২৮ হাজার ৩৮১ জন, পাসের হার ৫৭.৬৯ শতাংশ। আর ছেলে ২০ হাজার ৮১৩ জন, পাসের হার ৪২ দশমিক ৩১।