সংযুক্ত আরব আমিরাত এর রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদির উপস্থিতিতে শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান ফাউন্ডেশনের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল, পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আবদুল মোমেন এমপি, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব শাহরিয়ার আলম এমপির সাথে ৯ মার্চ এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।
এ গুরুত্বপূর্ণ বৈঠকের সমন্বয় করেন শেখ যায়েদ বিন সুলতান আলে নাহিয়ান ট্রাস্ট বাংলাদেশ এর সম্মানিত সদস্য সচিব, আইআইইউসি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী এমপি। এতে জাতীয়, আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় ছাড়াও রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ও বেতাগী ইউনিয়নের গুনগুনিয়া সীমান্তবর্তী ১১০ একর পাহাড়ি এলাকায় শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ানের স্বপ্নের উপশহরে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও সুপার স্পেশালাইজড নার্সিং ইনস্টিটিউট স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে কাজ শুরুর বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয় এবং আইআইইউসি’র সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ভবন- ২ এর কাজ দ্রুত শুরু করার ব্যাপারে প্রতিনিধিদল আশ্বাস প্রদান করা হয়।
উল্লেখ্য, ১৯৮৪ সালে আরব আমিরাতের তৎকালীন শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান চট্টগ্রাম সফরকালে হেলিকপ্টারে চড়ে কর্ণফুলী নদীর তীরে রাঙ্গুনিয়ায় প্রাকৃতিক পরিবেশে সুবিশাল জায়গাটি দেখে সেখানে একটি প্রাসাদ ও অবকাশ যাপন কেন্দ্রসহ স্বপ্নের উপশহর গড়ে তোলার ইচ্ছা প্রকাশ করলে তৎকালীন সরকার মাত্র ১০১ টাকা প্রতীকী মূল্যে উক্ত এলাকায় ১১০ একর জমি হস্তান্তর করেছিলেন। শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ানের ইন্তেকালের পর ২০০৪ সালে এই উপশহর পরিত্যক্ত ঘোষণা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২০১৯ সালে আরব আমিরাত সফরকালে দুবাইয়ের বাহার প্রাসাদে দেশটির স্থপতি শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ানের স্ত্রী শাইখা ফাতিমা বিনতে মুবারাকা আলে নাহিয়ানের সাথে সাক্ষাৎকালে স্বামীর স্বপ্নের প্রকল্প বাস্তবায়নে অনুরোধ জানালে প্রকল্পটি নতুনভাবে আলোর মুখ দেখতে শুরু করে। ২০২০ সালে পরিত্যক্ত উপশহরে আন্তর্জাতিক মানের হাসপাতাল ও সুপার স্পেশালাইজড নার্সিং ইনস্টিটিউট স্থাপনসহ বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে সম্মত হয় শেখ জায়েদ বিন সুলতান আলে নাহিয়ান ফাউন্ডেশন, আবুধাবী।