(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা

জয়বাংলা নিউজ: চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন দিনব্যাপী পরিচালিত এক ক্যাম্পে প্রায় দেড়’শ রোগীকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দিয়েছে। বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি রোগীদের ডায়াবেটিস পরীক্ষা এবং ওষুধ দেয়া হয়েছে।
শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে নগরীর আগ্রাবাদের দাইয়াপাড়া এলাকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে এ স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করা হয়।
করোনাকালীন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা ডাঃ বিদ্যুৎ বড়ুয়ার তত্ত্বাবধানে এই ক্যাম্পে ৮ জন চিকিৎসক, ১০ জন স্বাস্থ্যকর্মীসহ ৩০ জন স্বেচ্ছাসেবক দুঃস্থ-অসহায় রোগীদের সেবা দিয়েছেন।


চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, ‘আমরা প্রতিনিয়ত ক্যাম্পের পরিধি বাড়ানোর চেষ্টা করছি। ৫০ জন রোগী দিয়ে আমরা ক্যাম্প শুরু করেছিলাম। এখন প্রায় ২০০ রোগীকে সেবা দিচ্ছি। ইতোমধ্যে বিএসআরএম গ্রুপ আমাদের এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়েছে। আমরা সবাই মিলে দেশে স্বাস্থ্যসেবার ঘাটতি পূরণে কাজ করে যাচ্ছি।’
চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের ডা. সামিউল ইসলাম, ডা. সৈকত বড়ুয়া, ডা. মোতাহার হোসেন শাওন, বাবলা সৈকত সরকার, ফারুক চৌধুরী ফয়সাল, জয় বড়ুয়া, রমিজ উদ্দীন, অজয় কর রোগীদের সেবায় ছিলেন।
স্বেচ্ছাসেবী সংগঠন দাইয়াপাড়া যুব সমাজ, এলবিয়ন গ্রুপ, হোম হাসপাতাল, মের্সাস পাওয়ার সোর্স ও রোটারেক্ট ক্লাব অব মেডিকেল কমিউনিটির সহযোগিতায় এ সময় রোটারেক্ট শহিদুল, দিদারুল, নুসরাত ও বিশাখা দাশ, মের্সাস পাওয়ার সোর্সের মো. জাবেদ নজরুল ইসলাম, মো. নাহিয়ান, মো. রফিক, দাইয়াপাড়া যুব সমাজের মো. মোস্তফা নূর বিপ্লব, মো. আবু সৈয়দ, মো. মনিরুল ইসলাম, মো. এহসানসহ অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।


চট্টগ্রাম ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশন প্রতিমাসে চট্টগ্রাম নগরীতে হাসপাতালে প্রতিষ্ঠাতা ডা. বিদ্যুৎ বড়ুয়ার সার্বিক তত্ত্বাবধানে একটি করে স্বাস্হ্য সেবা কার্যক্রম ২০২১ সাল থেকে চলমান। সেই ধারাবাহিকতায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দাইয়া পাড়ায ফিল্ড হাসপাতাল ফাউন্ডেশনের দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান করা হয়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email