(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১৫ই রজব, ১৪৪৬ হিজরি

আজ প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের উৎক্ষেপণ

ডেস্ক রিপোর্ট: ফ্লোরিডা থেকে শনিবার উড্ডয়ন করার কথা বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্টেড রকেটের। রকেটটির নাম ‘টেরান ১’। কেপ ক্যানাভেরাল থেকে বুধবার এর উড্ডয়নের কথা ছিল। কিন্তু শেষ মুহূর্তে তা স্থগিত করা হয় তাপমাত্রা সম্পর্কিত ইস্যুতে। রকেটটি তৈরি করেছে ক্যালিফোর্নিয়ার রিলেটিভিটি স্পেস। শনিবার স্থানীয় সময় দুপুর একটা থেকে ৪টার মধ্যে রকেটটি কক্ষপথে স্যাটেলাইট স্থাপন করবে। তথ্য সংগ্রহের জন্য একে কক্ষপথে পাঠানোর আট মিনিট পরে পৃথিবীর খুব কাছে পৌঁছে যাবে ‘টেরান ১’। রিলেটিভিটি স্পেসের তথ্য অনুযায়ী, রকেটটি পৃথিবীর নিম্ন কক্ষপথে পৌঁছার পর এটাই হবে প্রথম বেসরকারি অর্থায়নে তৈরি যান, যাতে জ্বালানি হিসেবে ব্যবহার হচ্ছে মিথেন। এই রকেটটি ১১০ ফুট লম্বা এবং ব্যাস ৭.৫ ফুট। এর শতকরা ৮৫ ভাগের ভর থ্রিডি প্রিন্টেড।ব্যবহার করা হয়েছে ধাতব শংকর। লংবিচ ভিত্তিক কোম্পানিটির মতে, এটিই হলো সবচেয়ে বড় থ্রিডি প্রিন্টেড বস্তু। রকেটটি পরিচালিত হচ্ছে এয়োন ইঞ্জিন দিয়ে। তাতে ব্যবহার করা হচ্ছে তরল অক্সিজেন এবং তরল প্রাকৃতিক গ্যাস।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email