(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

রাজশাহীতে যাত্রীবাহী চার্জার ভ্যান ও অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ডেস্ক রিপোর্ট: রাজশাহীতে যাত্রীবাহী চার্জার ভ্যান ও অটোরিকশা মুখোমুখি ধাক্কা লেগে দুই জন নিহত হয়েছেন।বুধবার (৮ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে রাজশাহীর পবা উপজেলার কাটাখালি থানার মোসলেমের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- পবা উপজেলার পারিলা গ্রামের বাসিন্দা ভ্যানচালক রাহাত আলী (৪৫) ও নাটোরের বাগাতিপাড়া উপজেলার জামনগর গ্রামের বাসিন্দা যাত্রী রিনা বেগম (৫০)।বিষয়টি নিশ্চিত করেছেন কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।স্থানীয়দের বরাত দিয়ে ওসি জাহাঙ্গীর আলম জানান, বুধবার সকালে চার্জার ভ্যানে করে বেলপুকুরের দিক থেকে আসছিলেন রাহাত ও রিনা বেগম। অপরদিক থেকে ওই চার্জার অটোরিকশাটি বেলপুকুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে মোসলেমের মোড় নামক এলাকায় পৌঁছালে অটো ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইজনই গুরুতর আহন হন।পরে স্থানীয়রা উদ্ধার করে তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটো চালক পলাতক রয়েছেন। তবে অটো পুলিশের হেফাজতে রয়েছে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email