(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বিমানবন্দর সড়কে ট্রেন-বাস সংঘর্ষে নিহত ৩

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম নগরীতে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ইঞ্জিনের সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন।সোমবার (৬ মার্চ) রাত সাড়ে নয়টায় নগরীর বিমানবন্দর সড়কের মেঘনা অয়েলের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে।নিহত হওয়া তিনজনের একজন রেলওয়ের পয়েন্টসম্যান আজিজুল হক (৩০)। নিহত অপর দুজন বাসের যাত্রী ছিলেন। তাদের নাম আসাদুজ্জামান (৩০) ও মিটন কান্তি দে (২৫)।ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, তেল ডিপুর সামনে রেলওয়ের পয়েন্টসম্যান আজিজুল হককে ধাক্কা দেয় একটি বাস। এসময় বাসটিও উল্টে যায়। ঘটনাস্থলেই রেলওয়ে কর্মী মারা যান আর চট্টগ্রাম মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক বাসের দুজনকে মৃত ঘোষণা করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email