(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে গুলিতে রোহিঙ্গা নেতা নিহত

ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের উখিয়ায় বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে এক রোহিঙ্গা নেতা নিহত হয়েছেন।সোমবার (৬ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে বালুখালী ক্যাম্প-৯-এর সি/৩ ব্লকে এ ঘটনা ঘটে।উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।নিহত ব্যক্তি হলেন— নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস। তিনি রোহিঙ্গা নেতা ছিলেন।নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি শেখ মোহাম্মদ আলী জানান, সোমবার রাতে রোহিঙ্গা নেতা নুর হাবিব ওরফে ডাক্তার ওয়াক্কাস ব্লক-সি/৩-এর মৌলভী ইয়াছিনের শেডের সামনে অবস্থান করছিলেন। এ সময় ৩০ জনের অস্ত্রধারী একটি দল এসে তাকে গুলি ও মাথায় কুপিয়ে হত্যা করে। পরবর্তীতে নুর হাবিবকে আইওএম হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ হত্যায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email