ডেস্ক রিপোর্ট: ইন্দোনেশিয়ায় প্রবল বর্ষণের পর ভূমিধসের ঘটনা ঘটেছে। ভূমিধসে এখন পর্যন্ত ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।সোমবার (৬ মার্চ) দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আবদুল মুহারি স্থানীয় কমপাস টেলিভিশনকে জানিয়েছেন, রাইয়ু দ্বীপ থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং অন্তত ৫০ জন নিখোঁজ রয়েছেন।এদিকে স্থানীয় সংস্থা ছবি প্রকাশ করে জানিয়েছে সেরাসান দ্বীপের অনেক বাড়িই কাদায় ঢেকে গেছে।রাইয়ু দ্বীপের দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র জুনাইনা জানিয়েছেন, দ্বীপের সঙ্গে মূল ভূখণ্ডের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যে কারণে সবশেষ তথ্য পাঠানো সম্ভব হচ্ছে না।
উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পৌঁছাতে বেশ বেগ পেতে হচ্ছে উল্লেখ করে আবদুল মুহারি বলেন, স্বাভাবিক সময়ে দ্রুতগতির নৌকায় ওইসব দ্বীপে পৌঁছাতে কমপক্ষে ৫ ঘণ্টা সময় লাগে। সংস্থা থেকে হেলিকপ্টারের মাধ্যমে সেখানে উদ্ধার কার্যক্রম চালাতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।উল্লেখ্য, প্রতিবেশী দেশ মালয়েশিয়াতেও প্রবল বর্ষণে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। গত সপ্তাহে অন্তত চারজন মারা গেছে এবং প্রায় ৪১ হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে।