ডেস্ক রিপোর্ট:রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় একটি বাণিজ্যিক ভবন সুকন্যা টাওয়ারে ভয়াবহ বিস্ফোরণে তিনজন মারা গেছেন। বিস্ফোরণে ভবনটির একাংশ ধসে পড়েছে। এতে আহত হয়েছেন অন্তত ৫০ জন। বিভিন্ন হাসপাতালে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন। দগ্ধ চার-পাঁচজনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।
সায়েন্সল্যাব এলাকায় বিস্ফোরণের ঘটনায় আগুনে দগ্ধকৃতদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটে ভর্তি করা হয়।তারা হলেন, নুর নবী (২৩), আকবর আলী (৫২) আশরাফুজামান (৩৬) আশা (২৫) হাবিবুর রহমান (৩২) জহুর আলী (৫২)। এই ১৪ জনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত মোট ৫০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।এই ঘটনায় নিহত হয়েছেন চার জন। এদের ভিতরে নিহত তিন জন হলেন- শফিকুজ্জামান, আব্দুল মান্নান, তুষার। এক জনের পরিচয় এখনো জানা যায়নি। তারা সবাই বেসরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।ইনিস্টিউটের সম্বনয়ক ডা: সামন্ত লাল সেন জানিয়েছেন, আমাদের এখানে ৬ জন চিকিৎসাধীন রয়েছেন, তাদের কয়েক জনের ইনহেশন বার্ণ রয়েছে, এছাড়াও কয়েক জনের ২০ থেকে ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে জরুরী বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে।এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছেন জাকির হোসেন জুয়েল (৩৫), মেহেদী হাসান (২৫) তাজ উদ্দিন (৩০) কবির হোসেন (৩০) রাবেয়া খাতুন (২৫) নুর নবী (২৪) অজ্ঞাত (৪০) কামাল হোসেন (৪০)। জানান যায় আহতদের বেশীরভাগই পথচারী ও দোকান কর্মচারী ছিলেন।আহতদের বিষয়ে ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন জানিয়েছেন, আমরা এ পর্যন্ত ৮ জনকে পেয়েছি। এদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক। বাকিদের অধিকাংশ রা নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। হেড ইনজুরি সহ শরীরের বিভিন্ন স্থানে ইন্জুরী রয়েছে তাদের। এদের মধ্যে দু’জন কে ভর্তি করা হয়েছে।