(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ২৮শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ১২ই শাবান, ১৪৪৬ হিজরি

সীতাকুণ্ড উপজেলায় অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত বেড়ে ৬

ডেস্ক রিপোর্ট:চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন প্রায় ৪৫জন। ইতোমধ্যে এ ঘটনায় উদ্ধারকাজে যোগ দিয়েছেন সেনাবাহিনী। উদ্ধারকাজে বিভিন্ন বাহিনীর সদস্যরা অংশ নিয়েছেন। এই ঘটনা তদন্তে সাত সদস্যের কমিটি করা হয়েছে।অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটিকে সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়েছে।এই বিষয়ে সীতাকুণ্ড উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল আলম বলেন, বিকেল ৪টা ৪০ মিনিটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্তে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক। কমিটি সাত দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দেওয়ার কথা বলেছে।তিনি বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত ছয় জনের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে দগ্ধ ১৭ জনকে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে। উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র‍্যাব, শিল্প ও থানা পুলিশের সদস্যরা।চট্টগ্রাম আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া বলেন, সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এরপর সেখানে আগুন ধরেছে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ, সীতাকুণ্ড ও কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের আটটি ইউনিট কাজ করছে। তবে আগুন কীভাবে লেগেছে, তা এখনও জানা যায়নি।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email