(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

সাজেকে পর্যটকসহ চাঁদের গাড়ি খাদে, একজনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের রুইলুই পাড়ায় পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে পড়ে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম ফারদিন হাছান বিশাল (৩৫)। তিনি ট্যুরিস্ট গাইড ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় আরও ৭ পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।শুক্রবার বিকালে পর্যটন কেন্দ্রের খাসরাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে।নিহত ফারদিন হাছান বিশালের বাড়ি ঢাকার শ্যামপুরে।জানা গেছে, আজ বিকালে ৮/১০ জন পর্যটক নিয়ে একটা চাঁদের গাড়ি কংলাক পাহাড়ের দিকে যায়। ফেরার পথে গাড়িটি পাহাড়ি পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গাড়িটি এখনো খাদেই আছে।সাজেক থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দুর্টঘনার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৫টার দিকে কংলাক পাহাড় থেকে ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে ফারদিন হাছান বিশালের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email