ডেস্ক রিপোর্ট:চট্টগ্রামের সীতাকুণ্ডের একটি ডিপো থেকে অবিস্ফোরিত দুটি কামানের গোলা উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বার আউলিয়া এলাকার বিএসআরএম ডিপো থেকে আমদানিকৃত লোহার স্ক্র্যাপ থেকে কামানের এই গোলা দুটি উদ্ধার করা হয়।এরপর চট্টগ্রাম থেকে বোমা ডিসপোজালের একটি টিম এসে কামানের গোলা নিষ্ক্রিয় করেন। কামানের গোলাগুলো নিষ্ক্রিয় করার সময় বিকট শব্দে এলাকা কেঁপে ওঠে।