(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: রবিবার, ৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ৩রা রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

ডেস্ক রিপোর্ট: কয়েকদিন আগেই ভয়াবহ ভূমিকম্পে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে তুরস্ক-সিরিয়া। এরপর বেশ কয়েকটি দেশে ভূমিকম্পের খবর আসে। এর মধ্যে আফগানিস্তানও ছিল।গত বৃহস্পতিবার সর্বশেষ ভূমিকম্প আঘাত হানার পাঁচ দিন পর আবারও আফগানিস্তানে ভূমিকম্প হওয়ার খবর পাওয়া গেছে। এবার ৪ দশমিক ১ মাত্রার মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছে মধ্য এশিয়ার দেশটিতে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) ভারতের ভূকম্পবিদ্যা সংস্থা ন্যাশনাল সেন্টার ফর সেসমোলোজি (এনসিএস) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ভোর ৪টা ৫মিনিটে আফগানিস্তানে মাঝারি ভূমিকম্পটি আঘাত হানে। তবে এ কম্পনে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা সেটি জানা যায়নি।ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎসস্থল ছিল বলে জানিয়েছে ভারতীয় ভূমিকম্পবিদ্যা সংস্থা।গত বৃহস্পতিবার সকাল ৬টা ৭ মিনিটে জোরাল ভূমিকম্প অনুভূত হয়েছিল আফগানিস্তান ও তাজিকিস্তান সীমান্তে। রিখটার স্কেলে ওই কম্পনের তীব্রতা ছিল ৬.৭ এবং ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ফৈজাবাদ থেকে ২৬৫ কিলোমিটার দূরে।এর আগে গত ২ ফেব্রুয়ারি জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান। সেবারও রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। পাক-আফগান সীমান্তের কাছে হিন্দুকুশ পার্বত্য এলাকায় ছিল সেই ভূমিকম্পের উৎসস্থল।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email