ডেস্ক রিপোর্ট: কক্সবাজারের রামুতে যাত্রীবাহী বাস ও ইজিবাইকের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার সড়কের জোয়ারিয়ানালা মহিলা মাদ্রাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
এতে নিহত হয়েছে ইজিবাইক (টমটম) যাত্রী মোহাম্মদ গনি (৩০)। তিনি রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের পূর্ব মুরাপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। এরমধ্যে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে।নুরুল আজিম (২৪) রামুর জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে।