(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১১ই রবিউস সানি, ১৪৪৬ হিজরি

এমবিবিএস পরীক্ষার আগে কমানো হবে ইন্টারনেট স্পিড, বন্ধ থাকবে কোচিং: স্বাস্থ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার আগের দিন ইন্টারনেটের স্পিড কমিয়ে দেওয়া হবে এবং এর পাশাপাশি এই পরীক্ষা কেন্দ্রিক কোচিং সেন্টারগুলোও বন্ধ করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এছাড়া, যেকোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে পরীক্ষা কেন্দ্র নিরাপত্ত বেস্টনির মধ্যে রাখা হবে বলেও উল্লেখ করেন তিনি।সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষার বিষয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস-বিডিএস কোর্সে ভর্তি পরীক্ষা আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষা ঘিরে আমরা সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘পরীক্ষা উপলক্ষে প্রতিটি ভেন্যুকেই আমরা কঠোর নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখব, যাতে সেখানে কোনো ব্যক্তি ঢুকতে না পারে এবং কোনো রকমের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। পরীক্ষার আগের দিন আমাদের ইন্টারনেটের স্পিড কমিয়ে দেয়ার অনুরোধ আমরা রাখব। পাশাপাশি যেসব কোচিং সেন্টার আছে, সেগুলো বন্ধ করার জন্য একটা ব্যবস্থা নেয়া হচ্ছে।’

জাহিদ মালেক বলেন, পরীক্ষার কেন্দ্রের আশপাশে যেসব ফটোকপি মেশিন আছে, সেগুলো যাতে চালু না থাকে, এমনকি নতুন করে কেউ স্থাপন না করে সেদিকেও লক্ষ রাখা হবে। সার্বিকভাবে বিগত দিনে যেভাবে আমরা পরীক্ষা নেয়ার ব্যবস্থা নিয়েছি, এ বছরও তাই করা হবে। আমাদের যারা পরীক্ষা নেবেন এবং প্রশ্ন তৈরি করবেন, এগুলো খুবই গোপনীয়তা বজায় রেখে কাজটি করা হবে এবং একটি বিশেষ টিম থাকবে, যারা এ জন্য দায়িত্বপ্রাপ্ত। তাদের মাধ্যমেই এই পরীক্ষা কার্যক্রম পরিচালনা করা হবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email