(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: মঙ্গলবার, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ২১শে রজব, ১৪৪৬ হিজরি

ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবি, মৃত্যু বেড়ে ৫৮

ডেস্ক রিপোর্ট: ইতালিতে অভিবাসীবাহী নৌকাডুবির ঘটনায় প্রাণহানি বেড়ে ৫৮ জনে দাঁড়িয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারি) দেশটির ক্যালাব্রিয়া অঞ্চলের উপকূলীয় শহর ক্রোটোনের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে দেশটির পুলিশ ও কোস্টগার্ড জানিয়েছে। খবর রয়টার্সের।প্রাদেশিক সরকারি কর্মকর্তা ম্যানুয়েলা কুরা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। তবে অন্তত ৮০ বেঁচে গেছেন। নিবিড় পরিচর্যায় একজনসহ অন্তত ২০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, নৌকাটি তিন বা চার দিন আগে তুরস্কের পূর্বাঞ্চলের ইজমির ছেড়েছিল। বেঁচে থাকা ব্যক্তিরা বলেছেন, ১৪০ থেকে ১৫০ জন নৌকায় ছিলেন। জীবিতরা বেশির ভাগই আফগানিস্তানের। সেই সঙ্গে পাকিস্তানের কয়েকজন এবং সোমালিয়ার এক দম্পতিও ছিলেন। তবে মৃতদের জাতীয়তা শনাক্ত করা কঠিন বলে জানিয়েছেন এই কর্মকর্তা।

কুট্রোর মেয়র আন্তোনিও সেরাসো বলেছেন, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। তবে কত শিশু মারা গেছে তার সঠিক সংখ্যা এখনও পাওয়া যায়নি। ইগনাজিও ম্যাঙ্গিওন নামে একজন ইতালীয় রেড ক্রস কর্মকর্তাও স্কাইটিজি২৪কে বলেছেন, নৌকায় থাকা খুব কম শিশুই বেঁচে গেছে।এদিকে অভিবাসী পাচারের অভিযোগে বেঁচে যাওয়া একজনকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে গার্দিয়া ডি ফিনাঞ্জা কাস্টমস পুলিশ।

 

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email