ডেস্ক রিপোর্ট: আগামী ২৫, ২৬ ও ২৮ ফেব্রুয়ারি দেশব্যাপী শান্তি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে যুবলীগ।শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সংগঠনটি দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।আজ শুক্রবার সংগঠনের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী ২৫ ফেব্রুয়ারি (শনিবার) দেশের সব জেলা-মহানগরে শান্তি সমাবেশ, ২৬ ফেব্রুয়ারি (রোববার) দেশের প্রতিটি উপজেলা বা থানা ও পৌরসভায় এবং ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দেশের সব ইউনিয়নে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে।