(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

শুরু হয়েছে  চার দিনব্যাপী রিহ্যাব’র আবাসন মেলা

ডেস্ক রিপোর্ট:চট্টগ্রাম নগরীর রেডিসন ব্লু মেজবান হলে শুরু হয়েছে  চার দিনব্যাপী রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)’র আবাসন মেলা।

বৃহস্পতিবার দুপুরে ফিতা কেটে রিহ্যাব আবাসন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ ও চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্টিজের সভাপতি মাহবুবুল আলম।

উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন রিহ্যাব চট্টগ্রামের রিজিওনাল কমিটির চেয়ারম্যান আব্দুল কৈয়ুম চৌধুরী, রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট কামাল মাহমুদ ও শরীফ আলী খান, পরিচালক মো. দিদারুল হক চৌধুরী ও মাহবুব সোবহান জালাল তানভীর।

চট্টগ্রাম আঞ্চলিক কমিটির উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়েছে। এবারের মেলার প্রতিপাদ্য হচ্ছে ‘স্বপ্নিল আবাসন সবুজ দেশ, লাল সবুজের বাংলাদেশ’।
এবারের মেলায় ৪৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, এর মধ্যে গোল্ড স্পন্সর হিসেবে আছে দুটি প্রতিষ্ঠান। এগুলো হচ্ছে উইকন প্রপার্টিজ লিমিটেড ও আরএকে সিরামিকস বাংলাদেশ। কো-স্পন্সর হিসেবে অংশ নিচ্ছে ১৭টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত এই মেলা চলবে । মেলায় প্রবেশের জন্য দুই ধরনের টিকিট থাকছে। ‘সিঙ্গেল’ প্রবেশ মূল্য ৫০ টাকা এবং ‘মাল্টিপল’ প্রবেশ মূল্য ১০০ টাকা। মাল্টিপল টিকিট দিয়ে দর্শনার্থীরা চারবার প্রবেশ করতে পারবেন। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই মেলা চলবে।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email