ডেস্ক রিপোর্ট:টাইগারদের বিপক্ষে সীমিত ওভারের সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে টি-টোয়েন্টির বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তিনটি ওয়ানডের সঙ্গে তিনটি টি-টোয়েন্টি খেলতে শুক্রবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান জস বাটলার-মঈন আলিরা।
আজ সারাদিন বিশ্রামের পর আগামীকাল (শনিবার) সকালে মিরপুরের একাডেমি মাঠে এই সফরে প্রথমবারের মতো অনুশীলন নামবেন ইংলিশ ক্রিকেটাররা। আগামী ১ মার্চ থেকে মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। আর ৯ মার্চ থেকে শুরু হবে দুই দলের টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ওয়ানডে সময়সূচি
১ মার্চ (প্রথম ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা
৩ মার্চ (দ্বিতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (মিরপুর)- সময় দুপুর ১২টা
৬ মার্চ (তৃতীয় ওয়ানডে) বাংলাদেশ বনাম ইংল্যান্ড (চট্টগ্রাম)-সময় দুপুর ১২টা
বাংলাদেশ বনাম ইংল্যান্ড টি-টোয়েন্টি সময়সূচি
৯ মার্চ (প্রথম টি-টোয়েন্টি) চট্টগ্রাম- সময় দুপুর ৩টা
১২ মার্চ (দ্বিতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা
১৪ মার্চ (তৃতীয় টি-টোয়েন্টি) মিরপুর- সময় দুপুর ৩টা
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, তাইজুল ইসলাম, তৌহিদ হৃদয়।
ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড
জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, মঈন আলি, জফরা আর্চার, স্যাম কুরান, সাকিব মাহমুদ, দাউভিদ মালান, আদিল রশিদ, জেসন রয়, ফিল সল্ট, রিস টপলি, জেমস ভিন্স, ক্রিস ওকস ও মার্ক উড।