(পরীক্ষামূলক সম্প্রচার)

আজ: বৃহস্পতিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গোর মনুস্কোতে সার্জেন্ট মো. মামুনুর রশিদ নামে এক বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন কঙ্গো প্রজাতন্ত্রে নিয়োজিত বাংলাদেশি শান্তিরক্ষী সার্জেন্ট মো. মামুনুর রশিদ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাংলাদেশ সময় দুপুর ১২টা ৩৬ মিনিটে মারা যান। তার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর ভাটি কামারী গ্রামে।আইএসপিআর আরও জানায়, তার মরদেহ দ্রুততম সময়ের মধ্যে দেশে আনার কাজ চলছে।উল্লেখ্য, গত বছরের ১১ অক্টোবর তিনি বাংলাদেশ ইঞ্জিনিয়ার কন্টিনজেন্টের সদস্য হিসেবে কঙ্গো গমন করেন।

 

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email